চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকেলে প্রাইভেটকার যোগে নিজবাড়ি থেকে নগরীতে আসার পথে ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝে পড়ে তিনি মারা যান।
নিহত সোহেল মুরাদপুর ইউনিয়নের পেশকারপাড়ার নিজাম উদ্দিনের ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জসিম স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিনের উদৃতি দিয়ে বলেন, গুরুতর আহত চারজনের মধ্যে সালাউদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়। দুর্ঘটনায় দায়ী কাভার্ডভ্যান ও ট্রাক আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৬/মাহবুব