রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় বাবা ও ছেলেকে আটক করা হয়েছে।
এরা হলেন- বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম (৬৩) ও তার ছেলে বাগমারা কলেজের একাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম।
শুক্রবার ভোরে উপজেলার শ্রীপুর থেকে বাবা-ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন এ তথ্য জানান।
মহানগর পুলিশ কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাগমারা থেকে দু’জনকে আটক করা হয়েছে। তবে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই।
এর আগে, হত্যাকাণ্ডের দিন (২৩ এপ্রিল) হাফিজুর রহমান নামে একজনকে আটক করা হয়। হাফিজুরকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন