রাজধানীর পুরানা পল্টন এলাকায় ছিনতাইকারীর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ইফতেখার আলম (৩৫) নামে গুলিবিদ্ধ ওই ব্যক্তি বলেন, আমি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ভোরে আমার ভাইঝি তাসলিমাকে নিয়ে ঢাকায় আসি। বাস থেকে নেমে রিকশায় করে মতিঝিল আরামবাগ এলাকা দিয়ে যচ্ছিলাম। পথে পুরাতন পল্টন বক্স কালভার্ট রোড এলাকায় পৌঁছালে প্রাইভেটকার যোগে পাঁচজন ছিনতাইকারী আমাদের গতিরোধ করে। পরে আমাদের কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা, দু’টি ব্যাগ ও দু’টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তারা আমার বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে। পরে ভাইঝির সহায়তায় আমাকে ঢামেকে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/শরীফ