গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মুনশেফপুর টেকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, ভোরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/শরীফ