রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বিল্লাল হোসেন নামে এক বিকাশ এজেন্টকে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে গুলশান-২ এর ১১৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, সকাল ৯টার দিকে ১১৪ নম্বর সড়কের হাউজ ৩৭/ডি থেকে বিল্লাল টাকা টিফিন ক্যারিয়ারে ভরে দোকানের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় মটারসাইকেলের দুই আরোহী গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা তাকে স্থানীয় শাহাবুদ্দিন হাসপাতালে ভর্তি করে। পরে আহতের মামা নজরুল মাহমুদ তাকে ঢামেকে নিয়ে যান।
ঢামেক ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, বিল্লালের বাহুতে গুলি লেগেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ