রংপুর বাস টার্মিনালে ট্রাকচাপায় এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম (২৫) মিঠাপুকুর উপজেলার শাল্টীগোপালপুর গ্রামের আবদুল সাত্তারের ছেলে।
জানা যায়, রংপুর বাস টার্মিনাল এলাকায় ভটভটিতে গাছের গুঁড়ি তোলার সময় মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক রাশেদুলের মৃত্যু হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মালবাহী ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি (ইউডি) মামলা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৬/ রশিদা