স্থানীয় পর্যায়ের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোননয়ন দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার দুপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পয়লা মে’তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মঞ্চসহ সার্বিক বিষয়ের প্রস্তুতি পর্যবেক্ষণে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নোমান বলেন, স্থানীয় নির্বাচনের মনোননয় দেওয়াকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও অনিয়মের যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয় যায়নি। তদন্ত করা হচ্ছে। অভিযোগের সতত্যতা পাওয়া গেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দেশে মনাবাধিকার নেই দাবি করে আবদুল্লাহ আল নোমান বলেন, এখন একটি কর্তৃত্ববাদী সরকারের শাসনামল চলছে। গণতন্ত্র ফিরে না আসলে এই সংকট আরো তীব্র আকার ধারণ করবে।
মে দিবসের সমাবেশের মাধ্যমে ‘জনগণের গণতান্ত্রিক সরকার’ প্রতিষ্ঠার শপথ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের দাবি আদায়ে মে দিবসের চেতনা থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।’
এ সময় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়র হোসাইন, বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৬/মাহবুব