বিশিষ্ট লেখক এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে সশস্ত্র পুলিশী নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহতভাবে বিশিষ্ট ব্যক্তিদের হত্যার প্রেক্ষিতে জাফর ইকবালের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে অধ্যাপক ড. জাফর ইকবালকে পুলিশি নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে দিনের বেলা জাফর ইকবালের নিরাপত্তায় দু’জন করে সশস্ত্র পুলিশ এবং রাতে তিনজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে বলে জানান রহমত উল্লাহ।
এদিকে শুধু জাফর ইকবালই নয়, সিলেটের যেকোন ব্যক্তি যদি নিরাপত্তাজনিত হুমকিতে থাকেন, তবে পুলিশ তাকে নিরাপত্তা প্রদান করবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৬/মাহবুব