রাজধানীতে ট্রাকের চাপায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ার হোসেন [৪০]। আজ সোমবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ফাতেমা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ট্রাফিক পুলিশের পূর্বজোন ডেমরা বিভাগে কর্মরত ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, ভোরে বাসা থেকে ডিউটিতে যাচ্ছিলেন দেলোয়ার। যাত্রাবাড়ী কাজলা ফাতেমা পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় অাহত দেলোয়ারকে ঢামেকে নিয়ে সেখানে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ