রাজধানীর কাওরান বাজারস্থ হাসিনা মার্কেটে গতরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে মেজর শাকিল নেওয়াজসহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুজন এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুজন কর্মকর্তাকে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) আলি আহম্মেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ