চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি প্রাইভেটকার থেকে ৮ হাজার ইয়াবাসহ চালককে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে লোহাগাড়া বাজার এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালকের নাম এখলাস (৩৫)। তার বাড়ি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব হুগলি গ্রামে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, এখলাস দাবি করছে, ওই গাড়ির মালিক মো. ইসলাম নামে টেকনাফের এক ব্যক্তি। ইসলামই তাকে গাড়িসহ চট্টগ্রামে পাঠিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব