বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের ইজিএম এবং কাউন্সিল, ২০১৬ রবিবার সকালে ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিপিএ’র সকল সদস্য। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. আব্দুল্লাহ আল-মামুন।
বিপিএ কাউন্সিল ২০১৬-তে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. দলিলুর রহমান। তিনি বলেন, চার্টার্ড ফিজিওথেরাপি প্রোগ্রাম প্রণয়নের মাধ্যমে ফিজিওথেরাপি পেশাকে জনগণের সামনে অতি শিগগিরই তুলে ধরা হবে। যা সব গণমাধ্যমে প্রকাশ করা হবে।
এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা. ফরিদ উদ্দিন এবং সহ সভাপতি হয়েছেন ডা. মো. সফিউল্যাহ্ প্রধান, ডা. মাহাতাব উদ্দিন, ডা. মোহাম্মদ আলী, ডা. কামরুজ্জামান, ডা. মাজহারুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৬/ আফরোজ