চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলার চার্জশীট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
চার্জশীটে অভিযুক্তরা হলেন- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশা, ছাত্রলীগ কর্মী রুবেল দে, শাহরিদ শুভ, প্রদীপ চক্রবর্তী অন্যতম। অভিযুক্তদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছে। বাকি জামিনে আছেন।
সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পিবিআই তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চার্জশীট দাখিল করেন।
পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ বলেন, ‘এ মামলার তদন্ত দায়িত্ব নেয়ার আট মাসের মাথায় চার্জশীট প্রদান করা হয়। চার্জশীটে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।’
পিবিআই সুত্রে জানা যায়, প্রায় ৫০ জনের জবানবন্দি ও সাক্ষ্য ভিত্তিতে চার্জশীট তৈরি করা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট, ব্যালিস্টিক রির্পোর্ট ও বেনাপোল ইমিগ্রেশন অফিস এবং সিআইডি’র আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞের সহায়তা নিয়েছে পিবিআই।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর চবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে খুন হন সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার। ১৭ এপ্রিল তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম বাদি হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। এতে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/ ০২ মে ১৬/ সালাহ উদ্দীন