রাজধানীর চকবাজার থানাধীন ওয়াটার ওয়াসক রোডের ৫৯ নম্বর হাউজের দ্বিতীয় তলার বাসার খাটের নিচ থেকে জামিল (৩৫) নামে এক ব্যক্তির পলিথিনে মোড়ানো গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিনগত গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মৌসুমী জামিলসহ আরও দু’জনকে আটক করেছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ জানান, ধারণা করা হচ্ছে, পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাসের জন্য জামিলের স্ত্রী মৌসুমী জামিলসহ আরও দু’জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছ।
ময়না তদন্তের জন্য মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৩ মে ১৬/ সালাহ উদ্দীন