রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে মরিচভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালককেও পিটিয়ে আহত করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ব্যবসায়ী নাসির হোসেন (২৩) ও তার বড় ভাই আব্দুর রশিদ (৩৭)। আহত ট্রাক চালকের নাম আল-আমিন(৪০)।
আহত রশিদ জানান, তারা টাঙ্গাইলের মধুপুরে থেকে শুকনা মরিচের ব্যবসা করেন। রাতে রাজধানীর শ্যামবাজার থেকে শুকনা মরিচ কিনে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় মহাখালী ফ্লাইওভারে একটা পিকআপ তাদের গতিরোধ করে। এ সময় ট্রাক থেকে নামিয়ে তাদের পিকআপে তুলে নেয় ছিনতাইকারীরা। এরপর তাদের কয়েকজন মরিচের ট্রাকে উঠে ট্রাক নিয়ে পালিয়ে যায়। আর অন্যরা তাদের মারধর করে পিকআপ থেকে নামিয়ে দেয়। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ৬৫ হাজার টাকা নিয়েও পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
পরে ট্রাকচালক আল-আমিন অপর এক চালককে বিষয়টি জানায়। এরপর আশুলিয়া থানায় জানালে পুলিশ আশুলিয়া থেকে ওই ট্রাকসহ দু’জনকে আটক করে।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম জানান, খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরমান (২০) ও আব্দুল করিম (২৫) নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাই করা মরিচ তারা গাজীপুরে বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছে আটকরা।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৬/মাহবুব