সিলেট নগরীর জিন্দাবাজারে একটি ছাপাখানায় অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টার ও লিফলেট জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ছাপাখানার সাথে সংশিষ্ট ৫ জনকে। আজ মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ আল মারজান শপিং সিটির তৃতীয় তলায় স্টার সিলেট অফসেট প্রিন্টার্সে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: সাইদ বক্ত চৌধুরী, সালমান আহমদ, সুহেল আহমদ, মিসবাউল করিম ও মোনায়েম আহমদ।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, ছাপাখানটিতে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্টার, লিফলেট ছাপানো হতো। খবর পেয়ে পুলিশ ছাপাখানায় অভিযান চালিয়ে রাষ্ট্র বিরোধী প্রচারপত্র উদ্ধার করে। ওি ছাপাখানা থেকে জামায়াত-শিবিরসহ বিভিন্ন উগ্রবাদী সংগঠনের পোস্টার ও লিফলেট ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।
বিডি-প্রতিদিন/ ২৪ মে, ২০১৬/ আফরোজ