রংপুরের মিঠাপুকুরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় জামায়াতের ৩ কর্মীসহ বিভিন্ন মামলায় ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পযর্ন্ত অভিযান চালানো হয় বলে জানান মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির ।
গ্রেফতার জামায়াতের ৩ কর্মী হলেন- মিঠাপুকুর থানার মকরমপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জামায়াতকর্মী সেকেন্দার আলী (৪২), উপজেলার মুরাদীপুর গ্রামের লোকমান উদ্দিনের ছেলে শিবিরকর্মী মকসেদুল ইসলাম (২৫) ও উপজেলার মুরাদীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে জামায়াতকর্মী মো. আবদুল গফুর (৩২)।
ওসি মো. হুমায়ন কবির জানান, নাশকতার ও পেট্রোল বোমা হামলার অভিযোগে জামায়াতের ৩ কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব