চট্টগ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৪৫৫ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ ২৪ ঘণ্টার এই অভিযান পরিচালনা করা হয়।
মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযানে ৪৫৫ পিস ইয়াবাসহ ৬৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২ জন নিয়মিত মামলার আসামি, ৩১ জন ওয়ারেন্টভুক্ত এবং ২ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৬/মাহবুব