কুমিল্লার তিতাসে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের দু’হাতের কব্জি বিচ্ছিন্ন ও অপর একজনের ডান চোখ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা হয়েছে।
গতকাল বুধবার রাত ১টার দিকে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কাউরিয়ারচর গ্রামে বোমা তৈরির সময় বুধবার রাত ১টায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কাউরিয়ারচর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে সিদ্দিকুর রহমানের (২০) দু’হাতের কব্জি দেহ থেকে বিচ্ছিন্ন এবং একই গ্রামের আলী আকবরের ছেলে ইউনুস মিয়ার (১৭) ডান চোখ ক্ষতবিক্ষত হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একই গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী সখিনা বেগম (৪০) এবং একই গ্রামের আলী আকবরের ছেলে মো. ডালিমকে (২৫) আটক করেছে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, কলাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিমের পক্ষের লোকজন বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ২ জন আহত হয়। এ ঘটনায় থানার এসআই কমল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
সংঘর্ষ
এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টায় তিতাস উপজেলার শাহপুর গ্রামের জাতীয় পার্টির সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এসময় প্রায় ২০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ