কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাক বাজেট আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নগরীর যানজট সিটি কর্পোরেশনের একার পক্ষে কমানো সম্ভব নয়। তিনি কান্দিরপাড় ও লাকসাম রোড থেকে সিএনজি অটো রিকশার স্ট্যান্ড সরানোর জন্য জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তিনি নগরীর উন্নয়নে কথা তুলে ধরে বলেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর ভাঙ্গা রাস্তার সংখ্যা কমে এসেছে। এভাবে অন্যান্য সমস্যাও কমিয়ে আনার চেষ্টা করছি।
প্রাক বাজেট আলোচনায় ২০১৬-২০১৭ অর্থ বছরে কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য ২৭০ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৭৬ টাকার বাজেট প্রস্তাবনা করা হয়েছে। এ বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ শত ৩৫ কোটি ১৯ লাখ টাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনের এবারের বাজেটে আবসিক কর ব্যবসা করসহ বিভিন্ন কর বৃদ্ধির ইঙ্গিত দেয়া হয়েছে। বাজেটে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিরও প্রস্তাব রাখা হয়েছে।
কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনা সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ, কুমিল্লা কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নাগরিকরা সিটি কর্পোরেশনের সেবার মান ও নাগরিক সুবিধা বৃদ্ধির দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ২৬ মে ১৬/ সালাহ উদ্দীন