দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, "যারা দুর্নীতি করেন, তাদের আত্মসম্মানবোধ থাকে? আমরা মনে করি থাকে না। দুর্নীতি মানে অন্যের মুখের গ্রাস কেড়ে নেওয়া। দুর্নীতি সমাজে আছে, কিন্তু সমাজ চলছে কিভাবে?"
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবুল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া।
অনুষ্ঠানে ২০১৫ সালের কাজের স্বীকৃতি হিসেবে বাঁশখালী, কসবা, চকরিয়া উপজেলা ও কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের ‘শ্রেষ্ঠ’ পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ