রাজশাহীতে কয়েকজন যুবকের সচেতনতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি ট্রেনের প্রায় ৮০০ যাত্রী। তখন ভোর সাড়ে ৫টা। এলাকার কিছু যুবক রেল লাইন (স্লিপার) ভাঙা দেখে দু'পাশে গামছা টাঙিয়ে ট্রেন থামানোর চষ্টো করছিল। সেইসঙ্গে চলছিল নিজেদের মোবাইল ফোন থেকে থানা বা রেলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ফোন দেওয়া। এর কিছুক্ষণের মধ্যে নগরীর মতিহার থানা পুলিশ আসে ঘটনাস্থলে। তারপরেই আসতে শুরু করেন রেলের কর্মকর্তা-কর্মচারীরা। ততক্ষণে ট্রেন থেমে আছে ঘটনাস্থল থেকে একটু দূরে।
লাল গামছা দেখে চালক ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনের চালক ও প্রকৌশলীরা নেমে রেললাইন পরীক্ষা করে দেখেন। মেরামতের পর আবার ট্রেন চলাচল শুরু হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এর প্রায় ৮০০ যাত্রী। আজ শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের গনির ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। রেললাইনে ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী জানান, সকালের দিকে কিছু যুবক রেললাইনের ধারে ঘুরতে বের হলে ভাঙা অংশটি তাদের চোখে পড়ে। পরে তারা লাইন ভাঙা দেখে মতিহার থানা পুলিশ ও রেলওয়ে পশ্চিমাঞ্চল অফিসে ফোন করেন। রেলের প্রকেৌশলীরা এসে লাইনটি মেরামত করে তিতুমীর ও সাগরদাড়ি ট্রেন পাড় করে দেন।
পশ্চিমাঞ্চল রেলের পার্মেন্ট ওয়ে পরিদর্শক (পিডবি্লউআই) করিমল চন্দ্র বিশ্বাস জানান, এলাকার মানুষ লাইন ভাঙা দেখে তাদের জানায়। ভোরে মালগাড়ি যাওয়ার কারণে লাইনটি ভেঙে যায়। এর আগে মনে হয় সেই জায়গা ভাঙা ছিল। রেললাইন ঠিক করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৬/শরীফ