ক্ষমতায় যেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইসলামের শত্রু মোসাদের পদতলে মাথা রাখছেন বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী। মোসাদ কানেকশনের জন্য খালেদাকে সাবধান করে দেন তিনি।
আজ দুপুরে বায়তুল মোকাররমের সামনে ইহুদি-ইসরায়েলের সঙ্গে আঁতাতকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভায় এ সাবধান বাণী উচ্চারণ করেন মাসউদুর রহমান।
খালেদা জিয়াকে প্রশ্ন করে তিনি বলেন, 'আপনি তো ক্ষমতায় ছিলেন। তাহলে কেন ইসলামের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে এ দেশের তৌহিদি জনতা আর ইসলামকে ধ্বংস করতে চাইছেন?'
খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, 'শুধু আসলাম চৌধুরী নয়, তার সঙ্গে একই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন খলিফা মোহাম্মদ নুরুদ্দিন, শাহ মনিরুজ্জামান, মাওলানা মশিউর রহমান, গাজী মাসুদুর রহমান ও কাজী মাসুদ আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে বায়তুল একটি বিক্ষোভ মিছিল বের করে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট।
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৬/শরীফ