শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দশ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আটক আবুল হোসেন (৩০) কুমিল্লার চৌদ্দগ্রাম বাতিসা ইউনিয়েনের ডলবা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।
জানা যায়, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে ওই যাত্রীর কোমরে বেল্টের নিচে লুকানো দুটি প্যাকেট থেকে ৮৪টি স্বর্ণের বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। আটক দশ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকার বেশি।
বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৬/ আফরোজ