গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার যাদু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পরে শ্রীপুর, জয়দেবপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস সূ্ত্রে জানা যায়, রাত ১টার দিকে কারখানার একটি ভবনে আগুন লাগে। পরে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো শুরু করে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি এবং ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে কারখানার তুলা, মেশিনপত্র ও ডেকোরেশন পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৬/ হিমেল-০৭