গাজীপুরের চন্দ্রা চৌরাস্তায় একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকালে এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে সড়ক অবরোধ করে । বকেয়া বেতনের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেছে বলে জানা গেছে।
পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ওই কারখানায় শ্রমিকদের চলতি মাসসহ তিন মাসের বকেয়া বেতন পাওনা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। সকালে শ্রমিকরা কারখানায় কাজ করতে গিয়ে গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন।
এ সময় তারা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় পৌনে ১ ঘণ্টা অবরোধের পর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৬/ হিমেল-১৬