স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত। তার আরও কিছু সহযোগীর নাম পাওয়া গেছে। এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্ত শেষে সব জানানো হবে।
শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ চত্ত্বরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবিধানের ৫৪ ধারা বিষয়ে উচ্চ আদালতের রায় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আইনের মাধ্যমে যতটুকু 'পারমিট' করে তা করা হবে। উচ্চাদালতের রায় অনুযায়ীই সব মেনে চলার কথা বলেন তিনি। অন্যান্য বছরের মতো এবারেও পবিত্র রমজান ও ঈদের সময়টা হবে যানজটমুক্ত বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
এ সময় সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রো পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৬/মাহবুব