নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বইসহ তিন শিবির কর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোর রাতে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদীয় এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: জাহাঙ্গীর মাহমুদ, মো. ইকবাল এবং হুমায়ন কবির।
গোয়েন্দা পুলিশ জানায়, শিবির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জিহাদী বইসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযার সময় যানবাহন ভাঙচুরসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৬/ আফরোজ