ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীষ্মকালীন, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১ জুন বুধবার থেকে ৪৮ দিনের লম্বা ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ১৮ জুলাই থেকে ক্লাস পরীক্ষা শুরু হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ থাকবে। আগামী ৩ জুন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ বলেন, 'গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত অফিসসমূহ এবং গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ১২ জুলাই অফিস খুলবে। অফিস চলাকালীন সময়ে বিভাগ চাইলে পূর্ব নির্ধারিত পরীক্ষা নিতে পারবে এবং প্রশাসনিক কোনো সহযোগিতার প্রয়োজন হলে তা করা হবে।'
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন বলেন, 'আগামী ৩ জুন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরে আগামী ১৭ জুলাই সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।'
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, 'শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনা করে হল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। '
বিডি-প্রতিদিন/২৮ মে ২০১৬/শরীফ