একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশ করেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক।
পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন মীর কাসেম আলীর স্ত্রী আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তার, মেয়ে সুমাইয়া রাবেয়া, তাহেরা তাসমিম, ভাগিনা ইমরান হোসেন।
জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, কাসেম আলীর পরিবারের সদস্যরা কারাফটকে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন।
বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৬/মাহবুব