কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহল পাড়ায় একটি যাত্রীবাহী বাসের লেগুনার সংঘর্ষে জসিম উদ্দিন (২৫) ও শাহ আলম (৪০) নামের ২ জন নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম কুমিল্লার বুড়িচং উপজেলার গাবারচর গ্রামের শিরু মিয়ার ছেলে এবং জসিম উদ্দিন একই জেলার দাউদকান্দি উপজেলার রামপুর গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই মো. হানিফ জানান, কুমিল্লাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে একটি লেগুনা একটি বাই সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাই সাইকেল আরোহী শাহ আলম এবং লেগুনার যাত্রী জসিম উদ্দিন মরা যান।
বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৬/মাহবুব