রাজধানীতে শিশু গৃহকর্মী হাসিনাকে (১২) নির্যাতনের পর হত্যার অভিযোগে ওই বাসার স্বামী-স্ত্রীকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ। তারা হলেন শরিফুল ও তার স্ত্রী ফারজানা লীজা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর।
তিনি বলেন,, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ওই বাসার স্বামী-স্ত্রীকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায়।
এর আগে, গত ২০ মে ভোর রাত ৩টার দিকে শরিফুল নামে এক ব্যক্তি গৃহকর্মী হাসিনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান। এরপর ওই দিন বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা মারা যায়।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৬/মাহবুব