গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার (২০) নিহত হয়েছেন।
রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের নাওজোড় ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাম্মেল হক। তবে তিনি নিহতের পরিচয় জানাতে পারেনি।
এসআই মো. মোজাম্মেল হক বলেন, রবিবার ভোর ৫টার দিকে নাওজোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগতির আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দ্রুতগামী ট্রাকের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ট্রাক দু’টিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৬/মাহবুব