চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লাভলেন এলাকায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজের এক শিক্ষকের কাছ থেকে একটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ছিনতাইয়ের কবলে পড়া সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, সিআরবি এলাকায় তিনি থাকেন। কলেজে যাওয়ার জন্য রবিবার সকালে বাসা থেকে বের হয়ে লাভলেন নেভাল এভিনিউ’র সামনে পৌঁছলে দুইজন ছিনতাইকারী রিকশার সামনের চাকা ধরে রিকশাটি উল্টিয়ে দিলে আমি ছিটকে পড়ি। এরই মধ্যে দেখি একজন আমার মাথায় পিস্তল তাক করে ধরে কলমা পড়ছিল। পরে সঙ্গে থাকা সবকিছু বের করে দিতে বললো।
এরপর আমি স্যামসাং এস-৩ একটি মোবাইল সেট ও মানিব্যাগ বের করে দিলে তারা নিয়ে চলে যায়। এসময় আশপাশে বেশ কয়েকজন মানুষ ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৬/মাহবুব