রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম আমানউল্লা (৪৫)।
আজ সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা-নিশিথা ট্রেন থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান। তিনি বলেন, 'আটক আমানউল্লা অজ্ঞান পার্টির সদস্য। ট্রেনে যাত্রীদের অজ্ঞান করে সবকিছু নিয়ে যায় সে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।'
সেইসঙ্গে আমানউল্লার কাছে থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত বেশ কিছু ট্যাবলেট ও কোমল পানীয় উদ্ধার করা হয়। আটক আমানউল্লা বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৬/শরীফ