রাজশাহী মহানগরীতে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে নগরীর ল²ীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মনসুর আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, লক্ষ্মীপুর এলাকায় মোশাররফ একটি দোতলা ভবনের ছাদে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় ইউডি মামালা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৬/ আফরোজ