ডাক্তার ও নার্সদের ধর্মঘট ডাকা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও এ কে এম শাহীনুল হক আজ সোমবার এ রুল জারি করেন। একই সঙ্গে চিকিৎসক-নার্সদের ধর্মঘট বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়েছেন আদালত।
গতকাল রবিবার জনস্বার্থে বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৬/ আফরোজ