দুই বছর আগে রংপুরের মিঠাপুকুরে নিজেদের শিশু সন্তানকে গলা টিপে হত্যার দায়ে বাবা-মাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাবা বিপেন চন্দ্র ও মা আদুরী রানী। বর্তমানে শিশুটির বাবা জেলহাজতে থাকলেও মা পলাতক।
জানা যায়, ২০১৪ সালের ১১ এপ্রিল রংপুরের মিঠাপুকুর এলাকায় ৫ বছরের শিশু সন্তান আনন্দ চন্দ্র উল্লাসকে (০৫) গলা টিপে হত্যা করে তারা বাবা-মা। এ ঘটনায় শিশুটির বাবা-মার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলিম উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত তাদের দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৬/মাহবুব