চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় টমটম গাড়ির ধাক্কায় মো. মমিন নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়।
সোমবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, নেত্রকোনা নিবাসী সূর্য মিয়ার ছেলে মমিন রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ মে ১৬/ সালাহ উদ্দীন