মেয়াদোত্তীর্ণ, পচা ও নিম্নমানের খেজুরের খোঁজে রিয়াজউদ্দিন বাজারের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিম্নমানের ১০০ টন পচা খেজুর জব্দ করা হয়েছে। সোমবার চৈতন্যগলি এলাকায় টিএটিসি কোল্ড স্টোরেজ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এসময় বিপুল সংখ্যক পুলিশও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, রোজাদারদের ইফতারের অত্যাবশ্যকীয় উপকরণ খেজুর। এ সময় নিম্নমানের মেয়াদোত্তীর্ণ খেজুরে বাজার সয়লাব হয়ে যায়। তাই উৎসে অভিযান পরিচালিত হচ্ছে যাতে পচা, মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা যায়। অভিযানে মজুদ রাখা আনুমানিক ১০০ টন নিম্নমানের পচা খেজুর জব্দ করা হয়েছে। ৩০-৩৫ কেজি ওজনের প্রায় তিন হাজার বস্তায় ওই খেজুর সংরক্ষণ করা হচ্ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ