সাভারে ট্যানারির নির্মানাধীন ভবনের ছাদ ধসে ১৫জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় চামড়া শিল্প নগরীতে একটি ট্যানারির ছাদ ঢালাই দেওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন- সুমন, কহিনুর, জনাব আলী, কাউছার, আলম, মুন্না, রুবেল, মুক্তার, সেলিম, হার্নিফুল সহ ১৫ জন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর এলাকার চামড়া শিল্প নগরীর আঞ্জুমান ট্যানারির ছাদ নির্মাণ করছিলেন প্রায় ৪৬ জন শ্রমিক। দুপুর পৌনে ১২টার দিকে ওই ভবনের নির্মানাধীন ছাদ হঠাৎ করেই ধসে পড়ে। এসময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে ১৫ শ্রমিক আহত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
চামড়া শিল্প নগরীর ইঞ্জিয়ার মাইনুদ্দিন বলেন, নিম্নমানের নির্মানসামগ্রী দিয়ে ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এছাড়াও ছাদ ঢালাইয়ের সময় বাশ দিয়ে পাইপিং করায় ছাদ ধসে পড়ে।
আহত শ্রমিক রুবেল বলেন, আমরা সকাল থেকেই ছাদ ঢালাইয়ের কাজ শুরু করি। দুপুরের দিকে হঠাৎ ওই ভবনের ছাদের পাইলিং এর বাশ সরে যাওয়ায় ছাদের একাংশ ধসে পড়ে।
এ ব্যাপারে বাংলাদেশ লেদার এন্ড ফুটওয়ার এক্সপোর্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান দিলজাহান ভুইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভবন নির্মানের জন্য ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ধরনের ঘটনা ঘটেছে। আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে ঠিকাদার বা প্রতিষ্ঠানটির মালিকপক্ষের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ