জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ফ্রি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়া ও স্প্রাইটের পরিবেশনায় এবং জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির (জেসিএস) উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দিনব্যাপী চলবে এই ফ্রি চলচ্চিত্র প্রদর্শনী।
জাবি সিনে সোসাইটির সভাপতি নাঈম আবির জানান, বিকেল সাড়ে ৩ টায় ৪ টি ক্যাটাগরীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ফিল্ম 'দেশা দ্য লিডার' ও সন্ধা সাড়ে ৬ টায় 'লালচর' ছবিটি প্রদর্শন করা হবে।
এ সময় দেশা দ্য লিডার এর পরিচালক ও নায়ক সৈকত নাসির এবং শিপন মিত্র, জনপ্রিয় খলনায়ক টাইগার রবি ও শিমুল খান উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-২০