ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া বাজারে বেসরকারি কমার্স ব্যাংকে ডাকাতি ও ৮ জনকে হত্যা মামলায় ১১ আসামির মধ্যে ৬ জনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া, বাকি ৪ আসামির মধ্যে দুইজনকে ৩ বছরের কারাদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ রায় ঘোষণা করেন ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৫ মে রাষ্ট্রপক্ষের এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বুধাবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্ততা হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, পলাশ ওরফে সোহেল রানা, মাহফুজুল ইসলাম ওরফে সুমন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন উকিল হাসান। ৩ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল বাতেন, শাজাহান জমাদ্দার।
প্রসঙ্গত, গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতি হয়। ডাকাতি শেষে পালানোর সময় ডাকাতদের ছুরিকাঘাত ও গুলিতে ব্যাংকের কর্মচারীসহ আটজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করে গত বছরের ১ ডিসেম্বর অভিযোগপত্র দেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার সাহা।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব