রাজধানীর শ্যামলীতে চালককে মারধর করে একটি চিনি বোঝাই ট্রাক ছিনতাই করেছে দৃর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্যামলী ও আদাবরের মাঝামাঝিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আদারবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।
আহত ট্রাকচালক দ্বীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শাহিনুর রহমান জানান, সাভারের কাজিপাড়া থেকে চিনি নিয়ে ঢাকায় আসছিল ট্রাকচালক দ্বীন ইসলাম। শ্যামলী ও আদাবরের মাঝামাঝি জায়গায় আসার পর একদল দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে। এসময় তারা চালককে মারধর শুরু করে চিনি বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব