রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৭ মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
মঙ্গলবার রফিকুল মিয়ার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান খান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।
জামিন পাওয়া সাতটি মামলা রাজধানীর মিরপুর, পল্লবী, পল্টন ও মতিঝিল থানার। বর্তমানে কারাগারে থাকা ব্যারিস্টার রফিকুল মোট ২৮টি নাশকতার মামলার আসামি। এ নিয়ে ২২টি মামলায় জামিন পেলেন তিনি।
এর আগে, গত ১৬ মে আদালতে আত্মসমর্পণ করে নাশকতার ১৪ মামলায় জামিনের আবেদন জানান ব্যারিস্টার রফিকুল। এরপর বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার মামলায় জামিন মঞ্জুর ও বাকি দশ মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব