হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ টাকা মূল্যের ৩৩৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
মঙ্গলবার সকালে পরিত্যক্ত অবস্থায় এসব সিগারেট জব্দ করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম হিল্লোল।
তিনি জানান, লস অ্যান্ড পাউন্ডে ছয়টি ট্রলি ব্যাগের মধ্যে এসব সিগারেট পাওয়া গেছে। কারা আমদানি করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ট্রলি ব্যাগে ওমান এয়ারওয়েজের ট্যাগ রয়েছে বলে জানান এসি রেজাউল করিম।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব