বেসরকারি টেলিভিশন চ্যানেল 'মাছরাঙা'র প্রধান নির্বাহী সৈয়দ ফাহিম মুনয়েম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
আজ সকাল ৬ টার দিকে গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
তিনি ২০০৭-০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের প্রেস সেক্রেটারি ছিলেন। এরপর ২০১০ সালের ১৩ মে ফাহিম মাছরাঙা টেলিভিশনে যোগদান করেন।
এর আগে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিডি প্রতিদিনি/ ০১ জুন ২০১৬/ হিমেল-০৭