নগরীর হাজারী গলির একটি হোটেল থেকে আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিম চৌধুরীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, আজিম চৌধুরী গত দুই-তিন ধরে বাসায় যাননি বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি ওই হোটেলে প্রায় রাত কাটাতেন এবং মাঝে মাঝে লোহাগাড়ার গ্রামের বাড়িতে যেতেন। গত দুইদিন ধরে বাড়ি না যাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে হোটেল টিউলিপের ১০৪ নম্বর কক্ষের দরজা ভেঙে আজিম চৌধুরীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি হোটেলের মেঝেতে পড়েছিল এবং পাশেই একটি মদরে বোতল ছিল। ধারণা করা হচ্ছে, তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন