বন্দরের বহি:র্নোঙ্গর থেকে দেড় লাখ ইয়াবাসহ গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ী রফিক আজিজকে (৫৬) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে মহানগর দায়রা জজ শাহে নূর এ রায় দেন। আসামি রফিক আজিজ আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার ফজল হকের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ফিশিংবোট থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ রফিক আজিজকে গ্রেফতার করে নৌবাহিনীর টহল দল। ওইদিনই নৌবাহিনীর কর্মকর্তা মো. শাহজাহান বাদি হয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন। চার্জশিট দাখিল করা হয় একই বছরের ৩ আগস্ট। মামলার চার্জশিট গঠন করা হয় ২০১৫ সালের ৯ জুন। ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন