অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম মহানগর জামায়াতের রোকন আবদুর সবুরসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার হওয়া বাকি দুইজন হলেন শিবির নেতা ও সবুরের ছেলে তাসনিম আহমেদ তাহসিন এবং শহীদুল আলম। অভিযানে তাদের কাছ থেকে জিহাদী বই, ধর্মীয় উসকানীমুলক বই উদ্ধার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে হালিশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি’র উপ-কমিশনার মোকতার সোহেন বলেন, গ্রেফতার হওয়া তিনজন মহানগর তথা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সরকারকে উৎখাতের গোপন পরিকল্পনার জন্য মিলিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জিহাদী বই এবং ধর্মীয় উসকানীমুলক বই উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন